Friday, March 24, 2017

What is Freelancing/Outsourcing and Online Earning?

What is Freelancing and outsourcing?

ফ্রীল্যান্স বা মুক্ত পেশা, ফ্রীল্যান্সার যিনি মুক্ত পেশাজীবী। এটা একজন মানুষ কর্তৃক কর্মকান্ড যার নির্ধারিত কোন নিয়োগকর্তা থাকেনা। একজন মুক্ত পেশাজীবী একইসাথে একজন স্ব-নিযুক্ত কর্মজীবী বা পেশাজীবী। আউটসোর্সিং  একটা সাংগঠনিক প্রক্রিয়া। ফ্রীল্যান্সিং একটি ব্যক্তিগত প্রক্রিয়া।
অন্যভাবে ,ফ্রিল্যান্সিং হলো অনলাইনের মাধ্যমে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাজ অর্থের বিনিময়ে করে দেওয়া অনলাইনের মাধ্যমে  আয় করাকে আউটসোর্সিং  বলে তবে সেটা কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান ভিত্তিক নয় আপনি ব্লগ লিখে আয় করবেন বা ইউটিউবিং করে বা অন্য উপায়ে এইগুলো হলো আউটসোর্সিং।

What is online earning?

আর ইন্টারনেট ব্যবহার করে যে আয় করা হয় তা অনলাইন আর্নিং, তা  চাকুরী   হতে পারে আবার ব্যবসা হতে পারে।


1 comment:

  1. Those students and peoples does not know about the freelancing. They can came to know from this blog. If, anyone want to get Interior Painting Services in Knoxville TN. They can contact us and get our service after visit our website.

    ReplyDelete